৪নং ঘোগাদহ ইউনিয়ন পরিষদ
কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম।
এক নজরে ঘোগাদহ ইউনিয়নের তথ্য
১। ভৌগলিক অবস্থাঃ
(ক) অবস্থান ঃ কুড়িগ্রাম জেলা সদর হতে ১৫ কিঃমিঃ দুরে অবস্থিত।
(খ) আয়তন ঃ ২৭.১৪ বর্গ কিঃমিঃ।
(গ) সীমারেখা ঃ উত্তরে-ভোগডাঙ্গা, দক্ষিনে-যাত্রাপুর ও পাঁচগাছী, পূর্বে-যাত্রাপুর ও নুনখাওয়া এবং পশ্চিমে-ভোগডাঙ্গা ইউনিয়ন।
২। স্থাপন কাল ঃ ১৯৭৩ খ্রীঃ (ইউনিয়ন পরিষদ হিসাবে)।
৩। ইউ. পি কমপ্লেক্স ভবন নির্মাণ ঃ ২০০৮ খ্রীঃ।
৪। শতভাগ স্যানিটেশন অর্জন ঃ ২০ জুন-২০০৫ খ্রীঃ।
৫। শতভাগ জন্ম নিবন্ধন অর্জন ঃ ২০ জুন-২০০৬ খ্রীঃ।
৬। স্থানীয় দিবস ঃ ০১ জানুয়ারী, ডালি-কোদাল দিবস।
৭। বর্তমান পরিষদের দায়িত্ব গ্রহণ ঃ ১৪ আগস্ট ২০১১ খ্রীঃ।
৮। ২০১১-১২ অর্থ বছরের বাজেট ঃ
সম্ভ্যাব্য আয়: ১৮৯৪৫৩৭.০০ টাকা।
সম্ভ্যাব্য ব্যয়: ১৮৯৩২৩৫.৭৫ টাকা।
৯। জনসংখ্যা তথ্য ঃ
(ক) মোট জনসংখ্যা৩২৭৩৫ জন ঃ পুরুষ ১৭০৩০ জন, মহিলা ১৫৭০৫ জন।
(খ) পরিবার/খানা ঃ ৭৪৮৮ টি।
অতি দরিদ্র ঃ ৫০৭৮ টি।
দরিদ্র ঃ ১৪২০ টি।
নিম্ন মধ্যবিত্ত ঃ ৬১৫ টি।
মধ্যবিত্ত ঃ ৩১০ টি।
ধনী / বিত্তবান ঃ ৬৫ টি।
১০।মৌজা ঃ ০৭ টি।
১১। ওয়ার্ড ঃ ০৯ টি।
১২।গ্রাম ঃ ৫৭ টি।
১৩।ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ঃ ০১ টি।
১৪। পোষ্ট অফিস ঃ ০১ টি।
১৫।ইউনিয়ন ভূমি ঃ ০১ টি।
১৬। বন্যা তথ্য কেন্দ্র ঃ ০১টি।
১৭। কাজী অফিস ঃ ০১টি।
১৮।মুক্তিযোদ্ধা সংসদ ঃ ০১ টি।
১৯। মসজিদ ঃ ৬৫ টি।
২০। কবরস্থান ঃ ০১ টি।
২১। মন্দির ঃ ১০ টি।
২২। শ্বশান ঘাট ঃ ০১ টি।
২৩। হাট-বাজার ঃ ০৩ টি।
২৪। খেয়াঘাট/ ফেরীঘাট ঃ ০২ টি।
২৫। খোয়াড় ঃ ১৪ টি।
২৬। রেজিষ্টার্ড ক্লাব ঃ ০২ টি।
২৭। ঈদগাহ মাঠ ঃ ০৬ টি।
২৮। ই.পি.আই সেন্টার ঃ ২৪ টি।
২৯। পরিবার কল্যান কেন্দ্র ঃ ০১ টি।
৩০। কমিউনিটি ক্লিনিক ঃ ০৪ টি।
৩১। এন.জি.ও ঃ ১৬ টি।-
৩২। যোগাযোগ ব্যবস্থা ঃ পাকা রাস্তা-১৪ কি: মি:, কাঁচা রাস্তা-৬৭ কি:মি:, ব্রীজ- ১৮ টি।
৩৩। শিক্ষার হার ঃ ৩০%
৩৪। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ঃ কলেজ ০১ টি (প্রস্তাবিত), মাধ্যমিক বিদ্যালয় ০২টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০৩ টি, দাখিল মাদরাসা ০৩ টি, সরকারী প্রা: বি: ০৭ টি। বে-সরকারী (রেজি:) প্রা: বি: ০৩ টি,বে-সরকারী প্রা:বি: ০৩ টি, কে,জি স্কুল ০২ টি, এবতেদায়ী মাদরাসা ০৪ টি, নুরানী ও হাফিজিয়া মাদরাসা ১৬ টি।
৩৫। বন্যা নিয়ন্ত্রন তথ্য ঃ বাঁধ-০৫ কি:মি:, রেগুলেটর -০২ টি (০১ টি ধবংস প্রাপ্ত), আশ্রয় কেন্দ্র -০৪ টি, হেলিপ্যাড -০১ টি।
৩৬। নিরাপদ পানি সংক্রান্ত তথ্য ঃ হস্তচালিত নলকুপ ৪৫০০ টি, গভীর নলকুপ ১৩ টি, তারা পাম্প ০৫ টি।
৩৭। ভি.জি.ডি গোডাউন ঃ ০১ টি (ক্ষতিগ্রস্থ)
৩৮। নিজস্ব সম্পদ ঃ জমি-০.৮৩ একর, সুপার মার্কেট ০১ টি, গণগ্রন্থাগার ০১ টি, কম্পিউটার ০১ টি, আই.পি.এস-০১ টি, ইউ,পি,এস ০১ টি, ফটোকপিয়ার ০১ টি, লেমিনেটিং ০১ টি, প্রিন্টার ০২টি( লেজার-০১ টি, কালার ০১ টি) ডিজিটাল ক্যামেরা ০১ টি, প্রজেক্টর ০১ টি, ল্যাপটপ ০১ টি, সাউন্ড-সিস্টেম ০১ টি।
৩৯। জমি সংক্রান্ত তথ্য ঃ মোট জমি: ২৪৬৩হেক্টর।
(ক) এক-ফসলী : ৩০৭ হে:
(খ) দু’-ফসলী : ১৬৭৩ হে:
(গ) তিন ফসলী : ১৯৬ হে:
(ঘ) পতিত (বসতভিটা সহ) : ২২৫ হে:
(ঙ) খাল-বিল : ৬২ হে:
৪০। কর্মচারী সংক্রান্ত তথ্য ঃ সচিব ০১ জন, দফাদার ০১ জন, মহল্লাদার ০৯ জন।
৪১। উপকার ভোগী পরিবার ঃ
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাভোগী : ৩৫ জন।
বয়স্ক ভাতাভোগী : ৫৩০ জন।
বিধবা/স্বামী পরিত্যাক্তা ভাতাভোগী : ২৩২ জন।
প্রতিবন্ধী ভাতাভোগী : ৬০ জন।
মাতৃত্বকালীন ভাতাভোগী : ০১ জন।
১০০ দিনের কর্মসৃজন কর্মসূচী : --------
ভি. জি. ডি : ৩৭৩ জন।
মোঃ আব্দুল মালেক
চেয়ারম্যান
ঘোগাদহ ইউনিয়ন পরিষদ
কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম।
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
ঘোগাদহ, কুড়িগ্রাম।
০১-জানুয়ারী- ২০১৩ খ্রীঃ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস